জন্মভূমি আমার
মোঃ এনায়েত হোসেন
ইইই ডিপার্টমেন্ট, ড্যাফোডিল আন্তর্জাতিক ইউনিভার্সিটি।
আমার এ দেশ আমি
আমি কত ভালবাসি,
মাঠে মাঠে সোনা ফলে
ধান রাশি রাশি।।
মাটি আর পানি মিলে
যত ধূলি কণা,
তামা নয় রুপা নয়
সব খাঁটি সোনা।।
একেঁ বেঁকে নদী বয়
ভরা মিঠা পানি,
খালে বিলে ধরে মাছ
জেলে জাল টানি।।।
তরী ধায় মাঝি গায়
ভাটিয়ালি গান,
জারি গান সারি গান
দোলায় পরান।
সবুজের ছায়া ঘেরা
ফুলের সুবাস,,
মৃদুলয়ে বয়ে যায়
শীতল বাতাস।।
আম জাম কাঁঠালের
ভরা মধুমাস,
সব জাতি মিলে মিশে
করে বসবাস।।।।।