গন্ধমের শপথ
-জেড.আই. জামি
বিএস.সি ইন এ্যাপারেল ইনঞ্জিনিয়ারিং, বুটেক্স।
হেথায় নীতিহীনরা নীতি বানায়,
কামার্তরা সাধক।
রক্ত-মাংসের বর্গা দিয়ে,
হীনবল তুমি হও উপাসক !
ক্ষুধা পিপাসায় হতবিহ্বল তুমি,
ছোটো দিকবিদিক।
নিয়তি মানিয়া,
গীর্জা, দর্গায় চাহিতে বসো ভিখ।
বাছা ওরে,
স্রষ্টাও ভাবনায় মত্ত!
কি দিয়ে মিটাইবে তোমার ক্ষুধার দায়!
মহাজন যে তাকেও রাখিয়াছে বকেয়ার খাতায়।
নত শিরে রহিবে আর কত শতাব্দ?
প্রতিটি কড়জোর হোক মুষ্টিবদ্ধ।
ভুলিস কেন বাছা ওরে,
গন্ধম খেয়ে পৃথিবীতে আসিয়াছিস।
বিদ্রোহ কর সবে,
মুক্তি মিলবে তবে।