হে নবীন
মো: সুজন সরকার
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
ঊষার আলোয় জানালার ফাঁকে,
ঝিকিমিকি আলোর খেলা।
জাগো হে নবীন, লেগে পড় কাজে,
হলো যে সকাল বেলা।
তুমি নবীন, তুমি উদ্যোমী,
অশ্বের চেয়েও তেজী।
অসম্ভব কিছু, তোমার অভিধানে নাহি,
কাজে লেগে পড় আজি।
সময় এসেছে, ধরতে হবে যে হাল,
তুমি হালের মাঝি।
দেশ এখন তোমার তরীতে,
ধরিতে প্রস্তুত বাজি।
তোমাদের মাঝে লুকিয়ে আছে,
বলিষ্ঠ নেতা আর জাতীয় বীর।
তুলে নাও কাঁধে, ঘুনে ধরা এ জাতিকে,
উন্নত করিয়া তোমার শির।
তোমাদের দেখে উৎফুল্ল হবে,
মোস্তফা আর হামিদুরেরা।
ছেটে ফেল তাদের, সমাজ থাকিয়া,
দূর্নীতি করে যারা।
সন্ধ্যা গেল, রাত পোহালো,
ঘুম থেকে জাগো, ওহে নবীন।
তোমরা না জাগিলে, এই সমাজ কখনো,
মর্যাদায় হবেনা আসীন।