ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা পেল প্রকৌশলী আনোয়ারুল আজিম খান অঞ্জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

২৩.০৪.২০১৯

প্রকৌশলী আনোয়ারুল আজিম খান অঞ্জন স্বল্প খরচে উন্নতমানের পরিবেশ বান্ধব জ্বালানী উদ্ভাবন করায় বাংলাদেশ সাংস্কৃতির মন্ত্রণালয় থেকে ব্যক্তি পর্যায়ে এই বছর ২০১৯-এ কপিরাইট ”জাতীয় মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা” অর্জন করেছেন।
প্রায় ১৭,০০০ (সতের হাজার) কপিরাইটের মধ্যে থেকে এই বছর ২০১৯ -এ ”জাতীয় মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা” দেওয়া হয় শুধুমাত্র ৪টি কপিরাইটকে। ৪টি সম্মাননার ৩টি যায় ৩টি বৃহৎ প্রতিষ্ঠানের অনুকুলে। এই ৩টির ১টি আবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর মাত্র ১টি কপিরাইট ”জাতীয় মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা” যায় বক্তি পর্যায়ে।

ব্যক্তি পর্যায়ে এই বিরল সম্মাননার অধিকারী প্রকৌশলী আনোয়ারুল আজিম খান অঞ্জন ২০০০ সালে ”রাজশাহী প্রকৌশল ও প্রযু৩ি বিশ্ববিদ্যালয়”(রুয়েট) থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের পরিচালক ও ওয়েসিস পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং সেখানেই তিনি ”ওয়ার্কম্যান ইঞ্জিনিয়ারিং” – এর ম্যানেজিং পার্টনার হিসেবে তাঁর গবেষণা ও উৎপাদন চালিয়ে যাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা পেল প্রকৌশলী আনোয়ারুল আজিম খান অঞ্জন

আপডেট সময় ০৫:৫১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

২৩.০৪.২০১৯

প্রকৌশলী আনোয়ারুল আজিম খান অঞ্জন স্বল্প খরচে উন্নতমানের পরিবেশ বান্ধব জ্বালানী উদ্ভাবন করায় বাংলাদেশ সাংস্কৃতির মন্ত্রণালয় থেকে ব্যক্তি পর্যায়ে এই বছর ২০১৯-এ কপিরাইট ”জাতীয় মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা” অর্জন করেছেন।
প্রায় ১৭,০০০ (সতের হাজার) কপিরাইটের মধ্যে থেকে এই বছর ২০১৯ -এ ”জাতীয় মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা” দেওয়া হয় শুধুমাত্র ৪টি কপিরাইটকে। ৪টি সম্মাননার ৩টি যায় ৩টি বৃহৎ প্রতিষ্ঠানের অনুকুলে। এই ৩টির ১টি আবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর মাত্র ১টি কপিরাইট ”জাতীয় মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা” যায় বক্তি পর্যায়ে।

ব্যক্তি পর্যায়ে এই বিরল সম্মাননার অধিকারী প্রকৌশলী আনোয়ারুল আজিম খান অঞ্জন ২০০০ সালে ”রাজশাহী প্রকৌশল ও প্রযু৩ি বিশ্ববিদ্যালয়”(রুয়েট) থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের পরিচালক ও ওয়েসিস পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং সেখানেই তিনি ”ওয়ার্কম্যান ইঞ্জিনিয়ারিং” – এর ম্যানেজিং পার্টনার হিসেবে তাঁর গবেষণা ও উৎপাদন চালিয়ে যাচ্ছেন।