ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টিম ক্র্যাক প্লাটুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

টিম ক্র্যাক প্লাটুন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ছাত্র-ছাত্রীদের দ্বারা সংগঠিত, বাংলাদেশের প্রথম স্টুডেন্ট ফর্মূলা টিম যারা ২০১৬ সাল থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে। টিম ক্র্যাক প্লাটুন বাংলাদেশের অটোমোবাইল খাতে একটি বিপ্লব আনার লক্ষ্যে নিয়মিতভাবে নতুন ধারণা তৈরি এবং সেগুলি বাস্তবায়নের জন্য কাজ করে চলেছে। এই দলে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যাটেরিয়াল এক্সপার্ট, এয়ারোডাইনামিকস এক্সপার্ট এবং বিজনেস এক্সপার্ট রয়েছে।

Formula SAE হলো Society of Automotive Engineers International (SAE International) দ্বারা আয়োজিত ফর্মূলা ডিজাইন প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীদের তাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং প্রোজেক্ট পরিচালনার দক্ষতাকে উপস্থাপন করতে হয়। এটি গবেষণা, ডিজাইন, উৎপাদন, পরীক্ষা, উন্নয়নশীলতা, পরিচালনা এবং ব্যবসা সহ মোটর শিল্পের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে। প্রতিটি শিক্ষার্থী দল একাধিক নিয়মের উপর ভিত্তি করে একটি প্রোটোটাইপ ডিজাইন করে, তৈরি করে এবং পরীক্ষা করে। প্রোটোটাইপ রেসিং গাড়িটির উৎপাদন আইটেম হিসাবে তার সম্ভাবনার জন্য মূল্যায়ন করতে হয়। এই প্রতিযোগিতা প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, অস্টিয়া, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র ইত্যাদি দেশে অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে, টিম ক্র্যাক প্লাটুন সিদ্ধান্ত নেয় যে তারা তাদের পরবর্তী প্রোজেক্টটি EV (Electric Vehicle) করবে। আধুনিক বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং EV এর ব্যবহার বাড়ছে। সুতরাং, আসন্ন এই চ্যালেঞ্জগুলির সাথে তাল মিলিয়ে চলতে টিম ক্র্যাক প্লাটুনও প্রস্তুত থাকার চেষ্টা করছিল। দলটি আসন্ন বছরগুলিতেও এই ধরণের প্রতিযোগিতায় অংশ নিতে চায়।

২০১৯ সালে, টিম ক্র্যাক প্লাটুন ২৮ টি দেশের ২৭ টি আন্তর্জাতিক দলের বিপক্ষে EV বিভাগে “2019 Formula SAE Japan” এ অংশ নিয়েছিল। প্রতিযোগিতাটি ২৭ আগস্ট থেকে ৩১শে আগস্ট জাপানের Sizuoka, Ecopa, Arena তে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ‘টিম ক্র্যাক প্লাটুন’ প্রতিযোগিতা আয়োজক কর্তৃপক্ষ দ্বারা ভূয়সী প্রশংসিত হয়। ‘টিম ক্র্যাক প্লাটুন’ মোট ২৮টি আন্তর্জাতিক দলের মধ্যে ১৬ তম স্থান অধিকার করে। এ ছাড়া ৯৮ টি আন্তর্জাতিক শিক্ষার্থী দলের মধ্যে টীম ক্র্যাক প্লাটুন “Business Plan Presentation” এ ৫৫তম স্থান অধিকার করে।

২০১৯-এ এই টিমের সদস্যবৃন্দঃ
১. অধ্যাপক ডঃ মোঃ রোকনুজ্জামান, মেকানিক্যাল, রুয়েট
২. অধ্যাপক ডঃ মোঃ এমদাদুল হক, মেকানিক্যাল, রুয়েট
৩. সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, মেকানিক্যাল, রুয়েট
৪. মোঃ তানভীর শাহরিয়ার উৎস, আইপিই, রুয়েট
৫. এস এম জামিল হাসান, ইলেক্ট্রিক সিস্টেম অফিসার, রুয়েট
৬. শাফী মোঃ ইসতিয়াক, মেকানিক্যাল, রুয়েট
৭ মোঃ রেজওয়ান মাহমুদ, মেকানিক্যাল, রুয়েট
৮. আবু মোসায়েব খান, মেকানিক্যাল, রুয়েট
৯. মোঃ ফজলে রাব্বী, মেকানিক্যাল, রুয়েট
১০. মোঃ জাহিদ হাসান, মেকানিক্যাল, রুয়েট
১১. ফেরদৌস ওয়াহিদ, মেকানিক্যাল, রুয়েট
১২. তৌফিক আহমেদ, মেকানিক্যাল, রুয়েট
১৩. আহসানুল আলম কাভী, এমএসই, রুয়েট
১৪. সুজন বনিক, মেকানিক্যাল, রুয়েট
১৫. সৌভিক ঘটক, মেকানিক্যাল, রুয়েট
১৬. সুলতান মুহাম্মদ আহসানুল করিম আসিফ, মেকানিক্যাল, রুয়েট
১৭. শেখ আবদুল্লাহ আল সাইদ, মেকানিক্যাল, রুয়েট
১৮. মোঃ নাজমুল হাসান সুমন, আইপিই, রুয়েট
১৯. শেখ তকী তাহমিদ, আইপিই, রুয়েট
২০. মোঃ রাশেদুল আলম, আইপিই, রুয়েট
২১. দেওয়ান তৌহিদ রহমান, ইসিই, রুয়েট
২২. মুনেম মুন্না, ইসিই, রুয়েট
২৩. সালেহ মোহাম্মদ শাহরিয়ার, ইসিই, রুয়েট
২৪. এরফান আহম্মদ ভূইয়া, এমটিই, রুয়েট
২৫. মোঃ রোকনুজ্জামান, এমটিই, রুয়েট
২৬. মোঃ আবদুর রাইয়ান রিয়ান, ইইই, রুয়েট
২৭. শাহিবা নোশিন, মেকানিক্যাল, রুয়েট
২৮. মোঃ আরিফুল ইসলাম, মেকানিক্যাল, রুয়েট
২৯. মোঃ রাফি রহমান, মেকানিক্যাল, রুয়েট
৩০. মোঃ হাফিজুর রহমান, এমটিই, রুয়েট
৩১. মোঃ শামীম মিয়া, মেকানিক্যাল, রুয়েট
৩২. ফুয়াদ আহমেদ চায়ন, আইপিই, রুয়েট
৩৩. তাহসিনুর রহমান সিদ্দিক, মেকানিক্যাল, রুয়েট
৩৪. মুসায়্যিব বিন মুজিব, মেকানিক্যাল, রুয়েট
৩৫. আব্দুর রহমান হক, জিসিই, রুয়েট
৩৬. তানসু শিলা হক, এমটিই, রুয়েট
৩৭. অর্ণব দাস, মেকানিক্যাল, রুয়েট
৩৮. সুভেন্দু মালাকার, মেকানিক্যাল, রুয়েট
৩৯. আরেফিন প্রত্যাশা, মেকানিক্যাল, রুয়েট

টিম ক্র্যাক প্লাটুনের যাত্রার শুরু থেকেই ‘Tex Tech Engineering’-এর কর্ণধার এবং ‘ইঞ্জিনিয়ার্স পেন’-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয় সর্বদা আমাদের কাজ ও দক্ষতার প্রশংসা করেছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করে আসছেন। টিম ক্র্যাক প্লাটুন ‘ইঞ্জিনিয়ার্স পেন’-এর মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠিত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের কর্ণধারগণের কাছে আবেদন করছে যে যদি বড় কিছু স্পন্সর পাওয়া যায় তবে ভবিষ্যতে টিম ক্র্যাক প্লাটুন টেকসই দেশীয় উন্নততর প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে সমগ্র বিশ্বে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিম ক্র্যাক প্লাটুন

আপডেট সময় ০৭:০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

টিম ক্র্যাক প্লাটুন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ছাত্র-ছাত্রীদের দ্বারা সংগঠিত, বাংলাদেশের প্রথম স্টুডেন্ট ফর্মূলা টিম যারা ২০১৬ সাল থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে। টিম ক্র্যাক প্লাটুন বাংলাদেশের অটোমোবাইল খাতে একটি বিপ্লব আনার লক্ষ্যে নিয়মিতভাবে নতুন ধারণা তৈরি এবং সেগুলি বাস্তবায়নের জন্য কাজ করে চলেছে। এই দলে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যাটেরিয়াল এক্সপার্ট, এয়ারোডাইনামিকস এক্সপার্ট এবং বিজনেস এক্সপার্ট রয়েছে।

Formula SAE হলো Society of Automotive Engineers International (SAE International) দ্বারা আয়োজিত ফর্মূলা ডিজাইন প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীদের তাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং প্রোজেক্ট পরিচালনার দক্ষতাকে উপস্থাপন করতে হয়। এটি গবেষণা, ডিজাইন, উৎপাদন, পরীক্ষা, উন্নয়নশীলতা, পরিচালনা এবং ব্যবসা সহ মোটর শিল্পের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে। প্রতিটি শিক্ষার্থী দল একাধিক নিয়মের উপর ভিত্তি করে একটি প্রোটোটাইপ ডিজাইন করে, তৈরি করে এবং পরীক্ষা করে। প্রোটোটাইপ রেসিং গাড়িটির উৎপাদন আইটেম হিসাবে তার সম্ভাবনার জন্য মূল্যায়ন করতে হয়। এই প্রতিযোগিতা প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, অস্টিয়া, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র ইত্যাদি দেশে অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে, টিম ক্র্যাক প্লাটুন সিদ্ধান্ত নেয় যে তারা তাদের পরবর্তী প্রোজেক্টটি EV (Electric Vehicle) করবে। আধুনিক বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং EV এর ব্যবহার বাড়ছে। সুতরাং, আসন্ন এই চ্যালেঞ্জগুলির সাথে তাল মিলিয়ে চলতে টিম ক্র্যাক প্লাটুনও প্রস্তুত থাকার চেষ্টা করছিল। দলটি আসন্ন বছরগুলিতেও এই ধরণের প্রতিযোগিতায় অংশ নিতে চায়।

২০১৯ সালে, টিম ক্র্যাক প্লাটুন ২৮ টি দেশের ২৭ টি আন্তর্জাতিক দলের বিপক্ষে EV বিভাগে “2019 Formula SAE Japan” এ অংশ নিয়েছিল। প্রতিযোগিতাটি ২৭ আগস্ট থেকে ৩১শে আগস্ট জাপানের Sizuoka, Ecopa, Arena তে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ‘টিম ক্র্যাক প্লাটুন’ প্রতিযোগিতা আয়োজক কর্তৃপক্ষ দ্বারা ভূয়সী প্রশংসিত হয়। ‘টিম ক্র্যাক প্লাটুন’ মোট ২৮টি আন্তর্জাতিক দলের মধ্যে ১৬ তম স্থান অধিকার করে। এ ছাড়া ৯৮ টি আন্তর্জাতিক শিক্ষার্থী দলের মধ্যে টীম ক্র্যাক প্লাটুন “Business Plan Presentation” এ ৫৫তম স্থান অধিকার করে।

২০১৯-এ এই টিমের সদস্যবৃন্দঃ
১. অধ্যাপক ডঃ মোঃ রোকনুজ্জামান, মেকানিক্যাল, রুয়েট
২. অধ্যাপক ডঃ মোঃ এমদাদুল হক, মেকানিক্যাল, রুয়েট
৩. সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, মেকানিক্যাল, রুয়েট
৪. মোঃ তানভীর শাহরিয়ার উৎস, আইপিই, রুয়েট
৫. এস এম জামিল হাসান, ইলেক্ট্রিক সিস্টেম অফিসার, রুয়েট
৬. শাফী মোঃ ইসতিয়াক, মেকানিক্যাল, রুয়েট
৭ মোঃ রেজওয়ান মাহমুদ, মেকানিক্যাল, রুয়েট
৮. আবু মোসায়েব খান, মেকানিক্যাল, রুয়েট
৯. মোঃ ফজলে রাব্বী, মেকানিক্যাল, রুয়েট
১০. মোঃ জাহিদ হাসান, মেকানিক্যাল, রুয়েট
১১. ফেরদৌস ওয়াহিদ, মেকানিক্যাল, রুয়েট
১২. তৌফিক আহমেদ, মেকানিক্যাল, রুয়েট
১৩. আহসানুল আলম কাভী, এমএসই, রুয়েট
১৪. সুজন বনিক, মেকানিক্যাল, রুয়েট
১৫. সৌভিক ঘটক, মেকানিক্যাল, রুয়েট
১৬. সুলতান মুহাম্মদ আহসানুল করিম আসিফ, মেকানিক্যাল, রুয়েট
১৭. শেখ আবদুল্লাহ আল সাইদ, মেকানিক্যাল, রুয়েট
১৮. মোঃ নাজমুল হাসান সুমন, আইপিই, রুয়েট
১৯. শেখ তকী তাহমিদ, আইপিই, রুয়েট
২০. মোঃ রাশেদুল আলম, আইপিই, রুয়েট
২১. দেওয়ান তৌহিদ রহমান, ইসিই, রুয়েট
২২. মুনেম মুন্না, ইসিই, রুয়েট
২৩. সালেহ মোহাম্মদ শাহরিয়ার, ইসিই, রুয়েট
২৪. এরফান আহম্মদ ভূইয়া, এমটিই, রুয়েট
২৫. মোঃ রোকনুজ্জামান, এমটিই, রুয়েট
২৬. মোঃ আবদুর রাইয়ান রিয়ান, ইইই, রুয়েট
২৭. শাহিবা নোশিন, মেকানিক্যাল, রুয়েট
২৮. মোঃ আরিফুল ইসলাম, মেকানিক্যাল, রুয়েট
২৯. মোঃ রাফি রহমান, মেকানিক্যাল, রুয়েট
৩০. মোঃ হাফিজুর রহমান, এমটিই, রুয়েট
৩১. মোঃ শামীম মিয়া, মেকানিক্যাল, রুয়েট
৩২. ফুয়াদ আহমেদ চায়ন, আইপিই, রুয়েট
৩৩. তাহসিনুর রহমান সিদ্দিক, মেকানিক্যাল, রুয়েট
৩৪. মুসায়্যিব বিন মুজিব, মেকানিক্যাল, রুয়েট
৩৫. আব্দুর রহমান হক, জিসিই, রুয়েট
৩৬. তানসু শিলা হক, এমটিই, রুয়েট
৩৭. অর্ণব দাস, মেকানিক্যাল, রুয়েট
৩৮. সুভেন্দু মালাকার, মেকানিক্যাল, রুয়েট
৩৯. আরেফিন প্রত্যাশা, মেকানিক্যাল, রুয়েট

টিম ক্র্যাক প্লাটুনের যাত্রার শুরু থেকেই ‘Tex Tech Engineering’-এর কর্ণধার এবং ‘ইঞ্জিনিয়ার্স পেন’-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয় সর্বদা আমাদের কাজ ও দক্ষতার প্রশংসা করেছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করে আসছেন। টিম ক্র্যাক প্লাটুন ‘ইঞ্জিনিয়ার্স পেন’-এর মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠিত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের কর্ণধারগণের কাছে আবেদন করছে যে যদি বড় কিছু স্পন্সর পাওয়া যায় তবে ভবিষ্যতে টিম ক্র্যাক প্লাটুন টেকসই দেশীয় উন্নততর প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে সমগ্র বিশ্বে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারে।