ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রস্তাবিত BNBC ২০১৭-এ ফায়ার প্রোটেকশন ও ডিটেকশন সিস্টেমের দুর্বলতা ফায়ার সেফটির জন্য বড় হুমকি

  • Engr. Md. Hasmotuzzaman
  • আপডেট সময় ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

সম্প্রতি বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ব্যপক প্রাণহানী ঘটে। এর প্রেক্ষিতে আমাদের অভিজ্ঞতালব্ধ প্রস্তাবাবলি BNBC ২০১৭ (প্রস্তাবিত) এ অন্তর্ভুক্ত করণের জন্য BNBC ২০১৭ (প্রস্তাবিত) কপি সংগ্রহ করি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি যে BNBC ২০১৭ (প্রস্তাবিত)-তে ফায়ার প্রোটেকশন ও ডিটেকশন সিস্টেম তথা ফায়ার সেফটি বিষয়টি BNBC ২০০৬ অপেক্ষা অনেক দুর্বলভাবে লেখা হয়েছে। নিম্নে কিছু উদাহরণ প্রদান করা হলোঃ

১. আইন অনুযায়ী বহুতল ভবনের (৭ তলার উপর সমস্ত ভবন) ও সকল বানিজ্যিক ভবনের ফায়ার সেফটি প্ল্যান এর ছাড়পত্র অত্যাবশ্যক। BNBC ২০০৬ এ বহুতল ভবনের সংজ্ঞা আছে ৬ তলা বা ২০ মিটার এর উচ্চ ভবন। প্রস্তাবিত BNBC ২০১৭ এ বহুতল ভবনের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে ১০ তলা বা ৩৩ মিটার উচ্চ ভবন। এর প্রেক্ষিতে রেডিসন ঢাকা এবং ইউনাইটেড হাসপাতালের মত বৃহৎ স্থাপনা ফায়ার সেফটি প্ল্যান বহির্ভূত থাকবে- যা অত্যন্ত উদ্বেগ জনক।

২. অধিকাংশ ক্ষেত্রে ম্যানুয়ালি অপারেটেড ফায়ার এলার্ম সিস্টেম এর কথা উলেখ করা হয়েছে। এটা একধরণের কলিংবেল ছাড়া কিছু নয়। স্বয়ংক্রিয় ডিটেকশন সিস্টেম না রেখে ম্যানুয়ালি অপারেটেড ফায়ার এলার্ম সিস্টেম অকল্পনীয় ও হাস্যকর।

৩. BNBC ২০১৭ (প্রস্তাবিত) -এ ১তলা বিশিষ্ট যে কোন শিল্প কারখানা, গুদামঘর, বিপজ্জনক ভবন বিল্ডিং বা গ্যারেজ বিল্ডিং এর জন্য ফায়ার সেফটি প্ল্যান এর প্রয়োজন পড়বে না। উপরে উল্লেখিত ভবন সমূহ ফায়ার সেফটি প্ল্যানভুক্ত হওয়া জরুরী প্রয়োজন-যা বর্তমান BNBC ২০০৬ এ অন্তর্ভূক্ত আছে।

৪. BNBC ২০১৭ (প্রস্তাবিত) -এ ৮০ মিটার পর্যন্ত উচু যে কোন বানিজ্যিক ক ভবন (যেমন- ২৪ তলা জনতা ব্যাংক ভবন) এর জন্য ম্যানুয়াল ফায়ার এলার্ম সিস্টেম ও পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলেই চলবে। যা অগ্নি দুর্ঘটনায় তেমন কোন কাজেই আসবে না।

৫. ফায়ার প্রোটেকশনের জন্য ডিজেল ইঞ্জিন চালিত ফায়ার পাম্প অত্যন্ত কার্যকরী- যা BNBC ২০০৬ এ উল্লেখ আছে (পৃষ্ঠা নং- ১০৪৪৬), অথচ প্রস্তাবিত BNBC ২০১৭ এ ডিজেল ইঞ্জিন পাম্প বিলুপ্ত করা হয়েছে।

৬. স্প্রিংকলার সিস্টেম অগ্নি নির্বাপনের জন্য খুব কার্যকারী একটি সিস্টেম। আন্তর্জাতিক ফায়ার কোড অনুযায়ী ১২০০০ বর্গফুট ক্ষেত্রফল বা ৫৫ ফুট উচ্চতার অধিক যে কোন ভবন এ স্প্রিংকলার সিস্টেম অত্যাবশ্যক। BNBC ২০১৭ এ অধিকাংশ ক্ষেত্রে স্প্রিংকলার সিস্টেম বিলুপ্ত করা হয়েছে।

৭. BNBC ২০১৭ এ অনেক ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার / ফায়ার হাইড্রেন্ট এর বিষয়ে উল্লেখ আছে। ফায়ার এক্সটিংগুইশার এর দাম মাত্র ১৫০০ টাকা এবং ফায়ার হাইড্রেন্ট সিস্টেম এর দাম নুন্যতম ২৫ লাখ টাকা। এর একটি অন্যটির বিকল্প হতে পারে না।

৮. BNBC ২০১৭ এ FIRE ALARM SYSTEM (CLAUSE NO: 4.6.2) বিকৃত করা হয়েছে, যা BNBC ২০১৭ প্রণয়ন কমিটির দুর্বলতা ও অমনোযোগিতা প্রকাশ করে।

৯. প্রস্তাবিত BNBC ২০১৭ এ Authoring Having Jurisdiction (AHJ) উল্লেখ আছে; তবে কে AHJ হবেন তা উল্লেখ নেই।

১০. প্রস্তাবিত BNBC ২০১৭ এ চেপ্টার ২ এ বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরী অথরিটি (BBRA) গঠনের কথা বলা হয়েছে – যারা বিল্ডিং তদারকি করবেন। এই কমিটিতে সদস্য হিসাবে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও প্ল্যানার থাকার কথা উল্লেখ আছে। কিন্তু কোন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকার কথা উল্লেখ নাই, যা থাকা যুক্তিযুক্ত।

জলবায়ু পরির্বতনের ফলে প্রতিবছর আমাদের আবহাওয়া শুষ্কতর হচ্ছে। নদীনালা, খালবিল বিলুপ্তির ফলে মাটির নীচে পানির স্তর প্রতিনিয়ত নেমে যাচ্ছে। এতে বাতাসের তাপমাত্রা বেড়ে চলেছে। এর সাথে দিনে দিনে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে আগুনের ঝুঁকি বেড়ে গেছে। এমতাবস্তায় BNBC ২০১৭ এর ফায়ার সেফটি অংশটি পুনর্মূল্যায়ন জরুরী প্রয়োজন।

অতএব, বিষয়ের গুরুত্ব বিবেচনা করত BNBC ২০১৭ ফায়ার সেফটি (Part 4) সংশোধনের জন্য একটি টেকনিক্যাল কমিটি প্রনয়নের জন্য প্রস্তাব করা হলো।

Engr. Md. Hasmotuzzaman
MEP Consultant & CEO, Utility Professionals
Vice President, Fire Safety Consultants’ Association of Bangladesh

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত BNBC ২০১৭-এ ফায়ার প্রোটেকশন ও ডিটেকশন সিস্টেমের দুর্বলতা ফায়ার সেফটির জন্য বড় হুমকি

আপডেট সময় ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

সম্প্রতি বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ব্যপক প্রাণহানী ঘটে। এর প্রেক্ষিতে আমাদের অভিজ্ঞতালব্ধ প্রস্তাবাবলি BNBC ২০১৭ (প্রস্তাবিত) এ অন্তর্ভুক্ত করণের জন্য BNBC ২০১৭ (প্রস্তাবিত) কপি সংগ্রহ করি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি যে BNBC ২০১৭ (প্রস্তাবিত)-তে ফায়ার প্রোটেকশন ও ডিটেকশন সিস্টেম তথা ফায়ার সেফটি বিষয়টি BNBC ২০০৬ অপেক্ষা অনেক দুর্বলভাবে লেখা হয়েছে। নিম্নে কিছু উদাহরণ প্রদান করা হলোঃ

১. আইন অনুযায়ী বহুতল ভবনের (৭ তলার উপর সমস্ত ভবন) ও সকল বানিজ্যিক ভবনের ফায়ার সেফটি প্ল্যান এর ছাড়পত্র অত্যাবশ্যক। BNBC ২০০৬ এ বহুতল ভবনের সংজ্ঞা আছে ৬ তলা বা ২০ মিটার এর উচ্চ ভবন। প্রস্তাবিত BNBC ২০১৭ এ বহুতল ভবনের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে ১০ তলা বা ৩৩ মিটার উচ্চ ভবন। এর প্রেক্ষিতে রেডিসন ঢাকা এবং ইউনাইটেড হাসপাতালের মত বৃহৎ স্থাপনা ফায়ার সেফটি প্ল্যান বহির্ভূত থাকবে- যা অত্যন্ত উদ্বেগ জনক।

২. অধিকাংশ ক্ষেত্রে ম্যানুয়ালি অপারেটেড ফায়ার এলার্ম সিস্টেম এর কথা উলেখ করা হয়েছে। এটা একধরণের কলিংবেল ছাড়া কিছু নয়। স্বয়ংক্রিয় ডিটেকশন সিস্টেম না রেখে ম্যানুয়ালি অপারেটেড ফায়ার এলার্ম সিস্টেম অকল্পনীয় ও হাস্যকর।

৩. BNBC ২০১৭ (প্রস্তাবিত) -এ ১তলা বিশিষ্ট যে কোন শিল্প কারখানা, গুদামঘর, বিপজ্জনক ভবন বিল্ডিং বা গ্যারেজ বিল্ডিং এর জন্য ফায়ার সেফটি প্ল্যান এর প্রয়োজন পড়বে না। উপরে উল্লেখিত ভবন সমূহ ফায়ার সেফটি প্ল্যানভুক্ত হওয়া জরুরী প্রয়োজন-যা বর্তমান BNBC ২০০৬ এ অন্তর্ভূক্ত আছে।

৪. BNBC ২০১৭ (প্রস্তাবিত) -এ ৮০ মিটার পর্যন্ত উচু যে কোন বানিজ্যিক ক ভবন (যেমন- ২৪ তলা জনতা ব্যাংক ভবন) এর জন্য ম্যানুয়াল ফায়ার এলার্ম সিস্টেম ও পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলেই চলবে। যা অগ্নি দুর্ঘটনায় তেমন কোন কাজেই আসবে না।

৫. ফায়ার প্রোটেকশনের জন্য ডিজেল ইঞ্জিন চালিত ফায়ার পাম্প অত্যন্ত কার্যকরী- যা BNBC ২০০৬ এ উল্লেখ আছে (পৃষ্ঠা নং- ১০৪৪৬), অথচ প্রস্তাবিত BNBC ২০১৭ এ ডিজেল ইঞ্জিন পাম্প বিলুপ্ত করা হয়েছে।

৬. স্প্রিংকলার সিস্টেম অগ্নি নির্বাপনের জন্য খুব কার্যকারী একটি সিস্টেম। আন্তর্জাতিক ফায়ার কোড অনুযায়ী ১২০০০ বর্গফুট ক্ষেত্রফল বা ৫৫ ফুট উচ্চতার অধিক যে কোন ভবন এ স্প্রিংকলার সিস্টেম অত্যাবশ্যক। BNBC ২০১৭ এ অধিকাংশ ক্ষেত্রে স্প্রিংকলার সিস্টেম বিলুপ্ত করা হয়েছে।

৭. BNBC ২০১৭ এ অনেক ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার / ফায়ার হাইড্রেন্ট এর বিষয়ে উল্লেখ আছে। ফায়ার এক্সটিংগুইশার এর দাম মাত্র ১৫০০ টাকা এবং ফায়ার হাইড্রেন্ট সিস্টেম এর দাম নুন্যতম ২৫ লাখ টাকা। এর একটি অন্যটির বিকল্প হতে পারে না।

৮. BNBC ২০১৭ এ FIRE ALARM SYSTEM (CLAUSE NO: 4.6.2) বিকৃত করা হয়েছে, যা BNBC ২০১৭ প্রণয়ন কমিটির দুর্বলতা ও অমনোযোগিতা প্রকাশ করে।

৯. প্রস্তাবিত BNBC ২০১৭ এ Authoring Having Jurisdiction (AHJ) উল্লেখ আছে; তবে কে AHJ হবেন তা উল্লেখ নেই।

১০. প্রস্তাবিত BNBC ২০১৭ এ চেপ্টার ২ এ বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরী অথরিটি (BBRA) গঠনের কথা বলা হয়েছে – যারা বিল্ডিং তদারকি করবেন। এই কমিটিতে সদস্য হিসাবে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও প্ল্যানার থাকার কথা উল্লেখ আছে। কিন্তু কোন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকার কথা উল্লেখ নাই, যা থাকা যুক্তিযুক্ত।

জলবায়ু পরির্বতনের ফলে প্রতিবছর আমাদের আবহাওয়া শুষ্কতর হচ্ছে। নদীনালা, খালবিল বিলুপ্তির ফলে মাটির নীচে পানির স্তর প্রতিনিয়ত নেমে যাচ্ছে। এতে বাতাসের তাপমাত্রা বেড়ে চলেছে। এর সাথে দিনে দিনে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে আগুনের ঝুঁকি বেড়ে গেছে। এমতাবস্তায় BNBC ২০১৭ এর ফায়ার সেফটি অংশটি পুনর্মূল্যায়ন জরুরী প্রয়োজন।

অতএব, বিষয়ের গুরুত্ব বিবেচনা করত BNBC ২০১৭ ফায়ার সেফটি (Part 4) সংশোধনের জন্য একটি টেকনিক্যাল কমিটি প্রনয়নের জন্য প্রস্তাব করা হলো।

Engr. Md. Hasmotuzzaman
MEP Consultant & CEO, Utility Professionals
Vice President, Fire Safety Consultants’ Association of Bangladesh