যে জ্যোছনা তোমায় ছুঁয়েছে
-আরিফ রহমান
বিএস.সি ইন টেক্সটাইল ইনঞ্জিনিয়ারিং, বুটেক্স।
যে জ্যোছনা তোমায় ছুঁয়েছে আইসিস,
আমাদের দগ্ধ করেছে সে।
যে নীলের জলে তোমার মেম্ফিস শরীর করেছে অবগাহন
আমরা দিকভ্রান্ত নাবিকেরা খুঁজে ফিরি নক্ষত্র তাতে।
আঙুরলতার মতো পাক খেয়ে ভালোবাসা করে তার দৃপ্ত পদচারণা।
যখন স্বচ্ছ ভোরে চুরচুর ভেঙে পড়া কুয়াশার কাচের দেয়াল
আর ছায়াময় জল, উম্মীল রোদের মাঝে দুপুরের গরমের মতো দুলে
ওঠা নামার পঙক্তিমালা
তোমার বিস্রস্ত কেশে উম্মুখ আছড়ে পড়ে।
অতঃপর হে আফ্রোদিতি, ফেণীল ঢেউ হতে তোমার হেঁটে যাওয়া
আইওনিয়া থেকে ককেশাস,
ফার্সের সবুজ বনচকিত মৃগের মতো চেয়ে দেখে।
তুমি যেন বিস্মৃত প্রাচীন প্রেম কোন এক।
আর আমার অ্যাকটিওন হৃদয় স্পন্দমান হয় তোমার আর্টিমিস চোখে।
যে জ্যোছনা তোমায় ছুঁয়েছে হে আর্টিমিস! আমি গ্রহণ করি অভিশাপ,
তাকে স্পর্শ করে।
বিক্ষত আমার দেহ রাখে অপার্থিব বিষন্ন আঁধার!