প্রতিবিম্ব
-মোঃ ফারুক রানা
বিভাগঃ পুরকৌশল, রোলঃ ১৮০১০৯৫, ব্যাচঃ 2k18
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা
কে আমি…?
সদা অন্বেষক স্বীয় চোখের এ চাহনায়
নিজেকে দেখেছো কখনো?
বিবেকের আয়নায়?
ঝরা পাতাকে দেখেছো?
কত নীরর, নিঃসঙ্গ
বাতাসের বাধা, শীতের প্রতিকূলতা
ভাঙ্গতে পারেনি তার নীরবতা।
স্বীয় জীবনের এত অহমিকা
অধৈর্য্য আর অস্থিরতা
কি দিয়েছে…?
স্বস্তি নাকি স্থবিরতা?
অবসরের চিন্তায়, জীবনের যত ব্যস্ততা
বাড়িয়েছে দীর্ঘশ্বাস, আগ্রহের অধীরতা।
এ জীবন সত্যের নির্মমতায়
শেষ বিকেলের ক্লান্ত ছায়ায়
পরাজিত হওয়ার আগে তাই
নিজেকে দেখ একবার
বিবেকের আয়নায়।