চন্দ্রগ্রস্ত
-প্রকৌশলী আলী
আশ্বিনের ফুটফুটে জ্যোছনায় এসো-
নাওয়ের গলুইয়ে বসে কথা হবে।
কথা হবে চোখে-চোখে, মনে-মনে
কথা বলবে রাতের বাতাস কানে-কানে
তোমার গা ছুঁয়ে ছুঁয়ে এসে।
বৈঠা হাতে নেবো না আমি,
নৌকা যে দিকে খুশী ভেসে যাক, বাতাসের টানে-
আমার গন্তব্য তো শুধু তুমিই
এইখানে, জলের দোলায়, এই নাওয়ের কোলে।
এমনি করে সারা রাত ভাসবো মোরা,
ভেসে রবো জেগে জেগে,
জেগে রবো ভেসে ভেসে
অমন মাখন-গলা জ্যোছনায়
জল আর চোখের তল দেখে দেখে।
ঘুম যদি আসে, তৃপ্ত ক্লান্তির আবেশে
ঘুমিয়ো তুমি, ঘুমিয়ো প্রিয়ে
স্বপ্নের কাঁখে মাথা রেখে, স্বপ্নের কাঁখে মাথা রেখে,
স্বপ্নের কাঁখে মাথা রেখে
আমার কাঁধে মাথা রেখে।
ভাবাবেগ: সুনামগঞ্জ, আশ্বিন, ১৩৮৪।
বাঙ্ময়: ঢাকা, আশ্বিন-কার্তিক, ১৩৯৭।